লেবাননে একের পর এক ইসরায়েলি হামলা, নিহত ১

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ৫ জুলাই ২০২৫ শনিবার

লেবাননে একের পর এক ইসরায়েলি হামলা, নিহত ১

লেবাননে একের পর এক ইসরায়েলি হামলা, নিহত ১


লেবানের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েল একের পর এক হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এসব হামলা হলো।

লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, বিনতে জবাইল শহরে একটি গাড়িতে ‘ইসরায়েলি শত্রু ড্রোন হামলায়’ একজন নিহত ও দুজন আহত হয়েছে।
পরে মন্ত্রণালয় আরো জানায়, ওই একই শহরে অন্য একটি গাড়িতে আরেকটি ড্রোন হামলায় একজন আহত এবং কাছের শহর শাকরায় আরো একটি হামলায় দুজন গুরুতর আহত হয়েছে।

এর আগে দক্ষিণাঞ্চলের শেবা এলাকায় একই দিনে একটি বাড়িতে চালানো ড্রোন হামলায় একজন আহত হয় বলেও জানায় মন্ত্রণালয়। ওই হামলায় একটি বাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে এনএনএ জানিয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে দুই মাসের সর্বাত্মক যুদ্ধ শেষে গত ২৭ নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।
ওই যুদ্ধে ইরান সমর্থিত হিজবুল্লাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বৈরুতের দক্ষিণ প্রান্তে বৃহস্পতিবার একটি গাড়িতে চালানো ইসরায়েলি হামলায় একজন নিহত ও তিনজন আহত হয় বলে জানিয়েছে লেবানন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের জন্য কাজ করা এক ‘সন্ত্রাসী’কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে তাদের যোদ্ধাদের ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর উত্তরে সরিয়ে নিতে বলা হয়েছিল।
ওই অঞ্চলে শুধু লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা অবস্থান করবে বলে নির্ধারিত ছিল।

এ ছাড়া চুক্তি অনুযায়ী, ইসরায়েলকে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে বলা হলেও তারা এখনো ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত তারা লেবাননে হামলা অব্যাহত রাখবে।








মুক্তআলো২৪.কম