মবকে প্রেশার গ্রুপ বানিয়ে উদযাপন করছে সরকার: আব্দুন নূর তুষার

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ১০:৫২ পিএম, ৪ জুলাই ২০২৫ শুক্রবার

মবকে প্রেশার গ্রুপ বানিয়ে উদযাপন করছে সরকার: আব্দুন নূর তুষার

মবকে প্রেশার গ্রুপ বানিয়ে উদযাপন করছে সরকার: আব্দুন নূর তুষার


জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুন নূর তুষার বলেছেন,‘সরকার একমুখে বলেছে মবের শাসন তারা পছন্দ করেন না, কিন্তু আরেকদিকে মবের বিভিন্ন কাজের কাছে নতি স্বীকার করে অথবা মবকে প্রেশার গ্রুপ বানিয়ে তারা মবের যে কর্মকাণ্ড সেটাকে উদযাপন করছেন।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুন নূর তুষার বলেন,‘যে দেশটাকে তৈরি করার লক্ষ্যে একাধিকবার জনগণ আন্দোলন করেছে, সেই দেশে রাস্তায় কাউকে পিটিয়ে মারার কথা না। সেই দেশে রাস্তায় অবরোধ তৈরি করে পুলিশকে বেআইনি কাজ করার জন্য চাপ সৃষ্টি করার কথা না।
কিন্তু সরকারের প্রেস সচিব বলেছেন মব উনি মনে করেন না, এটা প্রেশার গ্রুপ। তাহলে কি সরকার আসলে মবকে উৎসাহ দিচ্ছেন?’

অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। তবে সরকার সে প্রতিশ্রুতি রাখছে না জানিয়ে তুষার বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের কাছে অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণকে তার জান ও মালের নিরাপত্তা এবং হেফাজত প্রদান করা। যারা উপদেষ্টা, যারা সরকার গঠন করেন, এটা তাদের আবশ্যিক কাজ যে তারা জনগণের জানমালের নিরাপত্তা ও হেফাজত প্রদান করবেন।

কিন্তু আমরা লক্ষ্য করছি যে, এই সরকারের বিভিন্ন কাজের মধ্যে এই প্রতিশ্রুতি ভঙ্গের যে চেহারা সেটাই ফুটে উঠেছে।’ 
পুলিশকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও জানিয়েছেন তুষার। তিনি বলেন, ‘মব করে পটিয়ায় এক ছাত্রলীগ নেতাকে তার এলাকায় আটক করেছে এবং সেই মব আবার পরিচয় দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসেবে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ কিন্তু আইনসঙ্গতভাবে এই কথাটি বলেছে যে, মামলা না থাকলে গ্রেপ্তার করবে কিভাবে, কিন্তু তারপরে দেখা যায় তারা রাস্তা অবরোধ করছে, পুলিশকে আক্রমণ করছেন, থানা ঘেরাও করছেন এবং বাধ্য করার চেষ্টা করছেন যে পুলিশকে বেআইনি কাজ করতে হবে।

আইনের মধ্যে থেকে যদি কোনো পুলিশ কাজ করে এখন তার দোষ কি? কিন্তু আইনের মধ্যে থেকেও কাজ করতে পারছে না। এর কারণ হচ্ছে একদল লোক দাঁড়িয়ে গিয়ে বলছেন আমরা অমুক, আমাদের কথা শুনতে হবে। ওদের কথা শুনতে হবে। এটা কোন সংবিধানে লেখা আছে?’






মুক্তআলো২৪.কম