এই অবৈধ সরকারের দুর্নীতির মূলহোতা এবং প্রশ্রয়দাতা হলো :ইউনুস
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০২:০৪ এএম, ২৬ মে ২০২৫ সোমবার

এই অবৈধ সরকারের দুর্নীতির মূলহোতা এবং প্রশ্রয়দাতা হলো :ইউনুস:সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি লেখেন,এই অবৈধ সরকারের দুর্নীতির মূলহোতা এবং প্রশ্রয়দাতা হলো ডঃ মুহাম্মদ ইউনুস। সে শুধু জানে কিভাবে নিজের আখের গোছাতে হয়, মাত্র ৯ মাসের ব্যবধানে সে যে সকল অবৈধ সুবিধা গ্রহণ করেছে --
১. শ্রম আইন লঙ্ঘন ও অর্থপাচারের মামলাসহ নিজের নামে থাকা সকল মামলা অনৈতিকভাবে দ্রুত খারিজ করিয়েছেন।
২. ক্ষমতা অপব্যবহার করে জনগণের প্রাপ্য গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করিয়েছেন।
৩. গ্রামীণ ব্যাংকের সকল মুনাফার উপর আগামী ৫ বছরের জন্য অনৈতিক কর মওকুফ সুবিধা নিয়েছেন।
৪. গ্রামীণ ব্যাংকে থাকা সরকারের মালিকানা শেয়ারের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে এনেছেন।
৫. গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন।
৬. গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেসের জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন।
৭. গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমোদন নিয়েছেন।
৮. সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা ফান্ডের ৭০০ কোটি টাকা Single Source Selection (SSS) এর মাধ্যমে গ্রামীণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছেন।
৯. নিজের এনজিও সহকর্মী, আত্মীয়স্বজন আর এলাকার মানুষ দিয়ে রাষ্ট্রযন্ত্র ভরে ফেলেছেন।
-- এগুলো তো কেবল প্রকাশ্যে, আর গোপনে যে কত কি করেছেন, কত অনৈতিক সুবিধা নিয়েছেন ও দিয়েছেন, সেগুলোও আস্তে-ধীরে বের হবে।