পাকিস্তানের পরমাণু অস্ত্রের দায়িত্ব আইএইএ নিক: দাবি রাজনাথের
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার

পাকিস্তানের পরমাণু অস্ত্রের দায়িত্ব আইএইএ নিক: দাবি রাজনাথের
পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভার তদারকির দায়িত্ব আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গিয়ে আজ বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানের সঙ্গে সংঘাতে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে হামলা চালানোর পর রাজনাথ এই প্রথম শ্রীনগরে গেলেন। সেখানে বাদামিবাগ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর উপস্থিতিতে তিনি অভিযোগ তুলে বলেন, ‘পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীন, তার প্রমাণ গোটা বিশ্ব পেয়েছে। তাদের মতো এমন দায়িত্বজ্ঞানহীন ও শঠ দেশের হাতে পরমাণু অস্ত্রসম্ভার আদৌ নিরাপদ কি না, সেই প্রশ্ন আমি খোলাখুলি করতে চাই।’
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর ভারতের প্রধানমন্ত্রী মোদি গিয়েছিলেন পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে। আজ বৃহস্পতিবার রাজনাথ সিং গেলেন শ্রীনগরে। সংঘাত চলাকালে এই বাদামিবাগ ক্যান্টনমেন্টেই পাকিস্তানের ছোড়া গোলা পড়েছিল। প্রতিরক্ষামন্ত্রী তার অংশ দেখেন।
এ সময় পাকিস্তানের উদ্দেশে রাজনাথ বলেন, কাশ্মীর ভারতের মাথা। সেখানে পাকিস্তান আঘাত করতে চেয়েছিল। সেই আক্রমণ ভারতীয় বাহিনী প্রতিহত করেছে।
জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনায় তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের আশঙ্কা নাকচ করে দিয়ে রাজনাথ বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার একমাত্র আলোচ্য বিষয় হবে সন্ত্রাসবাদের নিরসন ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর ফেরত নেওয়া। অন্য কিছু নয়।
মুক্তআলো২৪.কম