গণ-অভ্যুত্থানের ঐক্যে ফাটল ধরেছে, দাবি নুরের
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১ মার্চ ২০২৫ শনিবার

গণ-অভ্যুত্থানের ঐক্যে ফাটল ধরেছে, দাবি নুরের
গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে তৈরি হওয়া ঐক্যে ফাটল ধরেছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।শনিবার (১ মার্চ) বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল-রাজী কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুরুল হক বলেন, ‘কয়েকজন ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করছেন।’ এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠনে কাজ না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান।
তিনি বলেন, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন নুরুল হক নুর।
নুর জানান, ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে। এ জন্য ৬ মাসে সরকারের কোনো উন্নতি নেই বলেও দাবি তার।
উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, গণহত্যার বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান ডাকসুর সাবেক এই ভিপি।
মুক্তআলো২৪.কম