আকার হচ্ছে বড় এবং বিরক্তিকর অনলাইন বিজ্ঞাপনের

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ৯ জুলাই ২০১৪ বুধবার | আপডেট: ১২:৩০ এএম, ১৮ জুলাই ২০১৪ শুক্রবার

বিজ্ঞাপনের ছড়াছড়ি অনলাইনে বসলেই। এগুলো শুধু বিরক্তিকরই নয়, রীতিমতো অনধিকার চর্চা। ডিজিডে জানায়, অ্যাড পর্যবেক্ষক প্রতিষ্ঠান মোয়াট একটি জরিপে দেখিয়েছে, ২০১৩ সাল থেকে ২০১৪ এর মধ্যে এ ধরনের অ্যাডের সংখ্যা ১১ শতাংশ বেড়েছে।উচ্চক্ষমতাসম্পন্ন এসব অ্যাড আসলে ক্লাসিক ব্যানার হিসেবে দেওয়া হয় যা মানুষের ব্যাপক সাড়া পায়। ডিজিডে জানায়, যেহেতু বর্তমানে ওয়েবসাইটগুলো ব্যাপক তথ্যপূর্ণ থাকে, তাই অ্যাডগুলো আরো বড় হওয়া প্রয়োজন। কোনো ওয়েবসাইট খুলেই যেনো অ্যাডটি আগে চোখে পড়ে সেভাবে বানানো উচিত। অ্যাড যতো বড় হবে সেখানে মানুষের ক্লিক পড়ার সম্ভাবনা ততো বেড়ে যাবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। যেমন- লস অ্যাঞ্জেলস টাইমস এর নামের পরই অ্যাডটি ছিলো নিচের ছবিটির মতো।