ভারত আগ্রাসী ভূমিকা পালন করলে বাংলা-বিহার-উড়িষ্যা দাবিকরব:রিজভী

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার

ভারত আগ্রাসী ভূমিকা পালন করলে বাংলা-বিহার-উড়িষ্যা দাবিকরব:রিজভী

ভারত আগ্রাসী ভূমিকা পালন করলে বাংলা-বিহার-উড়িষ্যা দাবিকরব:রিজভী


‘ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করতে থাকলে আমরা বাংলা-বিহার-উড়িষ্যা দাবি করব’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ বুধবার এক বিক্ষোভ মিছিলে রুহুল কবির রিজভী বলেন, ‘যদি আপনারা এ রকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন, আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, তাহলে আমরাও বাংলা, বিহার ও উড়িষ্যা দাবি করব।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ দেখে গোটা বিশ্ব কেঁদে উঠলেও ভারত এখনো শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।’
তাতে কোনো লাভ হবে না জানিয়ে রিজভী বলেন, ‘আপনারা যদি মনে করেন যে এই করে আপনারা আগ্রাসন সুসম্পন্ন করবেন…আমরা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারপ্রাপ্ত।
তিনি বলেন, ‘ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে যে আমি সম্প্রয়ারণ চালিয়ে বাংলাদেশ ভূটান নেপাল কবজা করে নেব, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।’এরপর তিনি বলেন, ‘দেশ রক্ষার জন্য বাংলাদেশের মানুষের যে অন্তর্নিহিত শক্তি ও প্রাণের উন্মাদনা, তা ভারত কখনো টের পায়নি।’








মুক্তআলো২৪.কম