নতুন সংস্করণে নেই তেমন পরিবর্তন কমেছে দাম,ম্যাকবুক এয়ারের

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৭:০৪ এএম, ৪ জুলাই ২০১৪ শুক্রবার | আপডেট: ১১:৩৪ পিএম, ১২ জুলাই ২০১৪ শনিবার

এ বছরের এপ্রিলে সামান্য আপডেট করেছে অ্যাপলের ম্যাকবুক এয়ার ।এতে ম্যাকবুকের পারফরমেন্স নাকি বেড়ে গিয়েছে প্রচুর।২০১৩ সালের ম্যাকবুক এয়ারের ১.৩ গিগাহার্জ প্রসেসরটি পরিবর্তিত হয়ে ১.৪ গিগাহার্জ হয়েছে। ম্যাকবুকের ১১.৬ ইঞ্চির পর্দার দাম ৯৯৯ ডলার থেকে ১০০ কমে হয়েছে ৮৯৯ ডলার। আর ১৩.৩ ইঞ্চি পর্দারটি হয়েছে ৯৯৯ ডলার যা আগে ছিলো ১০৯৯ ডলার।২০১৪ সালের মডেলটি পরীক্ষা করে দেখা গেছে, এর পারফরমেন্স কিছুটা বেড়েছে। তবে একেক ম্যাকবুকের একেক পারফরমেন্স দেখা যাচ্ছে। সম্ভবত এয়ারের এসএসডি-এর বিভিন্ন প্রস্তুতকারী হওয়াতে এমন হচ্ছে। তাই পুরনোটিকে বদলে খুব বেশি লাভ হওয়ার সম্ভাবনা নেই। তবে দাম কমানোটা এখানে সবচেয়ে বড় বিষয়।এদিকে, দাম কমানোর সঙ্গে সঙ্গে পারফরমেন্স এবং ডিজাইনে পরিবর্তনের অভাবের ফলে ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন আনার জন্য চাপ সৃষ্টি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এই পরিবর্তনের পরও ম্যাকবুকের রেটিং আগের মতোই রয়েছে।
২০১৩-এর ম্যাকবুকের মতোই এ বছরেরটিতেও রয়েছে ইন্টেল হ্যাসওয়েল-জেনারেশন সিপিইউ, ইন্টেলের উন্নত এইচডি৫০০০ গ্রাফিক এবং ১৫ ইঞ্চি রেটিনা প্রো-এর অদ্বিতীয় জিপিইউ। আরো যুক্ত হয়েছে ৮০২.১১এসি ওয়াই-ফাই।ম্যাকের ব্যাটারি লাইফও বেশ ভালো। সব মিলিয়ে আগের সংস্করণের চেয়ে বেশি কিছু পরিবর্তন না আসলেও এখনো ম্যাকবুক ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে বিশ্বের সবচেয়ে পছন্দের একটি ব্র্যান্ড।
এখানে ম্যাকবুকের ২০১৪ সালের সংস্করণের ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চির সঙ্গে লিনোভো ইয়োগা ২-এর স্পেমিফিকেশন দেওয়া হলো।