আমজাদ আলী খান হারানো সরোদ ফিরে পেলেন

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০২:৩০ এএম, ৩ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৬ পিএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার

ওস্তাদ আমজাদ আলী খান

ওস্তাদ আমজাদ আলী খান

ওস্তাদ আমজাদ আলী খান অবশেষে হারানো সরোদ ফিরে পেলেন। টুইট করে তিনি হারানিধি প্রাপ্তির কথা জানিয়ে লিখেছেন এ এক অসাধারণ মিলন। ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে স্ত্রী শুভলক্ষ্মীকে নিয়ে লন্ডন থেকে দেশে ফেরার সময় হারিয়ে গিয়েছিল তাঁর ৪৫ বছরের সঙ্গী এই বাদ্যযন্ত্রটি।রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী-সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রী শুভলক্ষ্মীকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন আমজাদ আলী খান। ডারিংটন কলেজে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ২১ জুন। অনুষ্ঠান সেরে শনিবারই দেশে ফিরেছেন। লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের উড়ানে (বিএ-১৪৩) শনিবার রাতেই দিল্লি নামেন শিল্পী।
বিমানবন্দরে নেমেই তিনি জানতে পারেন তাঁর প্রিয় সরোদটির হদিশ পাওয়া যাচ্ছে না। ৪৮ ঘণ্টা পরও তার খোঁজ না মেলায় বিমানবন্দর কর্তৃপক্ষের বিরু‌দ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন শিল্পী। তবে শেষ পর্যন্ত ব্রিটিশ এয়ারওয়েজই তাঁকে তাঁর সরোদ ফিরিয়ে দিয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন