নিউইয়র্কে সহস্র কন্ঠে বর্ষবরণ আজ শুরু

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৪ শনিবার

নিউইয়র্কে সহস্র কন্ঠে বর্ষবরণ আজ শুরু

নিউইয়র্কে সহস্র কন্ঠে বর্ষবরণ আজ শুরু


বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে সহস্র কন্ঠে বিশ্ব বাঙালির ১৪৩১ বাংলা বর্ষবরণ উদযাপনের দু’দিনব্যাপী অনুষ্ঠান আজ শনিবার শুরু হচ্ছে। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটন কেন্দ্র টাইমস স্কয়ারে স্থানীয় সময় বেলা আড়াইটায় সিটি মেয়র এরিক এডামসের এ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। 

বাংলাদেশ, ভারতের বিখ্যাত শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে বর্ণিল প্যারেড, গান, নৃত্যসহ নানা আয়োজন। আগামীকাল রোববার দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বেলা ১১ টায়।
এ উপলক্ষে শুক্রবার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এ অনুষ্ঠানের আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহা। এ সময় উদযাপন কমিটির আহ্বায় নাট্য ব্যক্তিত্ব হাসান ইমাম, লায়লা হাসান, জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আইএফআইসির ব্যবস্থাপনা পরিচালক  শাহ এ সারোয়ার, গোল্ডেন এজ হোম কেয়ারের চেয়ারম্যান শাহনেওয়াজ, অনুষ্ঠান পরিচালক মহিতোষ তালুকদার তাপস, কাবেরি দাস বক্তব্য রাখেন।
বেলা তিনটায় শিশুদের বর্নিল পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানের মূল পর্ব। এরপর সহস্র কন্ঠে পরিবেশন করা হবে বেশ কয়েকটি গান। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফোক সমাজ্ঞী মমতাজ ও পার্বতী দাস বাউল। ১০টি দেশের কূটনীতকরা অংশ নেবেন পহেলা বৈশাখের আলোচনায়।






মুক্তআলো২৪.কম