ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ || ১২ মাঘ ১৪৩২
Breaking:
জানাজা শেষে বাগেরহাটের কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন      জামায়াত, এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী        আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল        বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান     
৩২৪৫

সানি লিওন টারজানের এ যুগের প্রেমিকা !

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮ মে ২০১৪   আপডেট: ৭ জুন ২০১৪

সানি লিওন। ফাইল ছবি।

সানি লিওন। ফাইল ছবি।

বেশ কিছুদিন ধরে এই পরিকল্পনা করেছি পরিচালক’ বি. সুভাষ’ বলেন, । ছবিটিতে জেন চরিত্রে সানি লিওনকেই চাই।গহীন জঙ্গলের রাজা টারজানের সঙ্গীনি জেন চরিত্রে অভিনয় করবেন সানি লিওন।টারজানের এ যুগের প্রেমিকা সানি লিওনবলিউডে ১৯৮৫ সালের ছবি ‌`অ্যাডভেঞ্চারস অব টারজান`-এর রিমেকে দেখা যেতে পারে তাকে। সমকালীন আঙ্গিকে ছবিটি রিমেক করার পরিকল্পনা সাজিয়েছেন আগের ছবির পরিচালক বি. সুভাষ।

তিনি বলেন, `বেশ কিছুদিন ধরে এই পরিকল্পনা করেছি। ছবিটিতে জেন চরিত্রে সানি লিওনকেই চাই। জেন চরিত্রে তাকে বেশি মানাবে।`নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে টারজান চরিত্রে ভাবা হচ্ছে বিদুৎ জামালের কথা।জানা গেছে, অ্যালামব্রা এন্টারটেইনমেন্ট অ্যান্ড লোটাস ফিল্ম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ সাংভির সঙ্গে আলোচনাও করেছিলেন সুভাষ। সানিকে বলিউডে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ করিয়েছেন পরাগ। কিন্তু সুভাষ ও পরাগের আলোচনা ফলপ্রসূ হয়নি। এ কারণে ব্যক্তিগত উদ্যোগেই সানিকে প্রস্তাব দেবেন সুভাষ।

`‌জিসম টু`, ‌`রাগিনি এমএমএস টু`র পর সানি লিওন অভিনীত `টিনা অ্যান্ড লোলো` ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। মাঝে `শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা` ছবির আইটেম গানে নেচেছেন তিনি।১৯৮৫ সালের ‌`অ্যাডভেঞ্চারস অব টারজান` ছবিতে টারজান ও জেন চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে হেমন্ত বির্জি ও কিমি কাতকার। আবেদনময়ী দৃশ্য ও ব্যবসায়িক সাফল্যের নজিরের জন্য ছবিটি এখনও আলোচিত।

 

আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত