ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
৪৭৮১

এ কে দাস মৃদুল এর কবিতা-

‘শীতল হবো যুগল চোখের শ্রাবণে’

এ কে দাস মৃদুল

প্রকাশিত: ১২ জুলাই ২০১৪   আপডেট: ১৮ আগস্ট ২০১৪

সেদিন ফানুশ হয়ে উড়েছি দিগন্তে – প্রাণটা যেনো কেউ উঠিয়েছিল মৃত্যুরথে
অনেক সভা মিছিল হয়েছে অক্লান্তে
মল্লযুদ্ধেই শেষে ফিরেছি পৃথিবীর পথে
কিভাবে যাই বলো অজানার অনন্তে – তোমাকে রেখে কষ্টের নিখিল অনর্থে।


সেদিন কৃষ্ণচূড়া ফুলগুলো পড়েছে ঝরে – শ্রাবণ দিনের অবিরাম রুদ্র বাদলে
খবর এসেছে কষ্টেই আছো অনাদরে
তোমার লক্ষ্মণ রেখার অন্দর মহলে
আমি শুধু আঘাতই পাইনি অন্তরে – ক’ফোটা অশ্রুও মিশেছে বরিষণের জলে।


সেদিন আঘাত দিবে বলে হৃদয়ে – কষ্টকেই নিয়েছিলে বেছে ভুল কাননে
জীবনের স্বর্ণালি মাছগুলো মরেছে প্রলয়ে
আত্মঘাতের উগ্রমূর্তি দেখেছি তোমার আননে
আমি পারিনি ফেরাতে করুণ অনুনয়ে – রাবণ সেজেও যাইনি তোমার উঠোনে।


ফিরে এসো আবার অনন্ত সবুজে – মুখ লুকিয়ে তোমার বক্ষের পঙ্কজে
আবার শীতল হবো বিনীত আরজে
যুগল চোখের শ্রাবণ ধারায় ভিজে
যার ভালোবাসা ভাঙে অত্যন্ত সহজে – গড়তে হয় অনভিভূত আপন গরজে।
---------------------- ০ -----------------------
স্বর্ণাক্ষরঃ ক(খ)কখক(খ) গ(ঘ)গঘগ(ঘ) ঙ(চ)ঙচঙ(চ) ছ(ছ)ছছছ(ছ)।

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত