ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
২৭২৪

সরোয়ার জাহান এর কবিতা-

‘বিনীত বেদনা…০২’

সরোয়ার জাহান

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৪   আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪

বৃষ্টি হোক, একবার বহুবার বৃষ্টি হোক
অবিরল বৃষ্টি হোক উষর জমিনে তোমার
ধুয়ে যাক পরাজয় গ্লানির পৃথিবী জমাট রক্তের দাগ
দ্বিধার আকাশ ছিঁড়ে ঝরুক প্রেরনা-আর্দ্র জল
ধুয়ে-মুছে নির্ভুল রেখেছি দেখো তোমার মরমরমূর্তি!
সুঁড়িপথে ভেসে চলে জল….
ঠোঁটের  উপরে কালো আঁচিল রয়েছে সর্বক্ষন
বুকের উপরে স্তনমূলে কিছু রোম রয়ে গেছে এখনোও
তাও ধুয়ে-মুছে নির্ভুল রেখেছি যেমন থাকে
ভিজে যে আমাকে আমি ফিরে পাই যে গেছে হারিয়ে
কথার ভেতরে থাকে যার প্রানখানি বাজে নিশিদিনে
ধুয়ে-মুছে নির্ভুল রেখেছি যে
এইতো তোমার মরমরমূর্তি……!

 
বহু কাল পরে আজ বৃষ্টিতে ভিজেছি
স্পর্শনীয় নয়, সুদীর্ঘ আশ্লেষে সে তো সুখে আছে
শুনেছি বিশুদ্ধভাবে এসেছিলো যাবার সময়
বলতে পারিনি ছিলেতো ভালো?
সমাজ সংসার আমার পায়ে পরিয়ে দিলো লোহার শেকোল
আমি বলতে পরিনি এতো গুলো বছর
ধুয়ে-মুছে নির্ভুল রেখেছি
শুধু তোমার জন্য এইখানে হৃদয় শুধু ক্ষমার
সব দেখেছি আমি তোমাতেই শুধু দেখি নাই
আকাশ পড়ে না মাঠে ঝ’রে, স্ব-প্রতিফলিত দেহে
বৃষ্টিহবে হয়তো একটু পরে শহর ভেজাবে
দাও তীব্র জলরাশি কবেকার বন্ধ-করা ঘরে একটু বৃষ্টি দাও
দৃষ্টিহীন এই আমি অনেক ভালোবাসি বৃষ্টি
খানিক এসে দাঁড়াও আমার কাছে তেমন করে নাইবা এলে
হাতে হাত রাখো না এক বার আমি যাবো বহুদূর
নুতন উদাস ক্ষণিক মঞ্চ নিবেদনের,পুরানো ভ্রম কথার স্মৃতি
কে কতদিন পুরানো গান ভালোবাসার শ্রেষ্ঠ স্মৃতি দুর্লভ সে হৃদয়ে রাখবো,
হৃদয় তুমি বসে থাকো চুপচাপ, তুমি যতো জেনেছিলে
আমি তাকে স্পষ্ট করেই জানি, আমাদের মাঝে ছিল শুধু কাঠের একটি সেতু
কথা দিয়েছিলো মাথায় হাত রেখে শরীর ছুঁয়ে আমি ঠিক পার হবোই হবো
অপেক্ষায় থেকো, প্রতিদিন চিঠি দিব, ফোন করবো
মাত্র এক বছরের মধ্যে তোমার বুকে ফিরে আসবো
বলে ছিলো  চিৎকার করে জীবন কি পুতুল খেলা
আজ এক জনের সঙ্গে
কাল অন্য জন,
তুমি বলে ছিলে তোমার কাছেই ফিরবো ঠিক দেখো আমরা জয়ী হবই!

 
যেহেতু তুমি পার হওনি কাঠের সেতু ,মনে মনে চেয়ে ছিলে নাকি?
হৃদয়ের অসংখ্য জোনাকির মতো….থাক না
যোগাযোগ হারা থাকি না হয় তুমি আমি অনন্ত কাল এভাবেই ?
============================================

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত